Open

Open
Quran

আধুনিক.............bangla song lyrics



























মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
সৃতি যেন আমার হৃদয়ে,
বেধনার রঙে রঙে ছবি আঁকে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
সৃতি যেন আমার হৃদয়ে রঙে রঙে ছবি আঁকে।
মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
মনে যায় সেই প্রথম দেখার ও সৃতি,
মনে আয় সেই হৃদ্যয় দেওয়ার প্রিতি।
দুজনার দুটি পথ মিসে গেলো এক হয়ে,
নতুন পথের ও বাকে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
সৃতি যেন আমার হৃদয়ে,
বেধনার রঙে রঙে ছবি আঁকে।
সে এক নতুন দেশে,
দিন গুলি ছিল যে মুখর কতো রঙে।
সেই সুর কাঁদে আজ ই আমার প্রানে,
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়।
ভেঙ্গে আজ সেই মধুর ও মিলন মেলা।
ভেঙ্গে গেছে আজ সেই হাঁসি আর রঙের ও খেলা।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,
আকাশ কি মনে রাখে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
সৃতি যেন আমার হৃদয়ে,
বেধনার রঙে রঙে ছবি আঁকে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
সৃতি যেন আমার হৃদয়ে,
বেধনার রঙে রঙে ছবি আঁকে।

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.