বাউল.................বাংলা গানের লিরিক্স
রঙ্গশালা
গান : রঙ্গশালা
গীতিকার : আমিনুল ইসলাম আপন
দয়াল তোমার রঙ্গশালায় কত যায়গায় ঘুরিলাম
আসল নকল না চিনিয়া ভব মায়ায় মজিলাম
তত্ব সুখে নিত্ব দিনই করলাম কত ভুল
ভাঙ্গা তরী বাইয়া গেলাম পাইনা কোন কোল
নবী আমার পারের নাইয়া তাহারে জানাই সালাম ….ঐ
নামাজ রোজা না রাখিলাম ওগ দায়াল চান
তুমি দয়াল দয়ার সাগর করনা আছান
কোন জায়গায় বাধ না দিয়া নদীর পানি সেচিলাম ….ঐ
রাসুল আমার হিরা কাঞ্চন উম্মতের আপন
আমিনুল কয় ভুল করিলাম না করলাম সাধন
দিনে দিনে দিনযায় গইয়া না লইলাম আল্লাজীর নাম …. ঐ
No comments